শৈলকুপায় করোনা ভাইরাস সন্দেহ যুবকের বাড়ি লকডাউন ঘোষনা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

শৈলকুপায়  করোনা ভাইরাস সন্দেহ যুবকের বাড়ি  লকডাউন ঘোষনা

 ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ ঝিনাইদহের শৈলকুপায় একটি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা বেধে দিয়েছে উপজেলা প্রশাসন। ওই বাড়ি ও তার আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে। বাড়িতে করোনা ভাইরাস সন্দেহে এক যুবককে আইসোলেশনে রাখার পর থেকেই উপজেলা প্রশাসন এ নির্দেশনা দেয়।ওই বাড়ি থেকে কেউ বের হতে না পারেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, পৌর এলাকার কাজীপাড়ার একটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই বাড়িতে বসবাসরত ৭জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্যই বাড়িটিকে নজরদারিতে রাখা হয়েছে। ওই বাড়ি থেকে যেন কেউ বের হতে না পারেন এজন্যই লকডাউন করা হয়েছে । বাড়িতে প্রবেশ সংরক্ষিত এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

সাইফুল ইসলাম আরো জানায়,সোমবার ওই বাড়িতে এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়। এ কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতার জন্য সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা থেকে বিরত থাকতে বাড়িটির অন্যদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ