শৈলকুপায় বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ দোকানে জরিমানা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

শৈলকুপায় বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ দোকানে জরিমানা

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপায় বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে ৪ দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।
আদালত সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের আতংককে কাজে লাগিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে শৈলকুপা উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অভিযোগের সত্যতা মিললে স্কুল মার্কেটের তিসা গার্মেন্টসকে ১০ হাজার, আলম গার্মেন্টসকে ৪০ হাজার, নোহা শাড়ীঘরকে ৩০ হাজার এবং আলিম গার্মেন্টেস এর মালিককে ১০ হাজার মোট ৯০ হাজার টাকা অর্থদন্ড করে।
এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে মাস্ক বিক্রি করতে পারবে না। যদি উপজেলার কোথায় অতিরিক্ত মুল্যে নেওয়া হয় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ