একশন এইড নির্মিত ২টি কমিউনিটি সেন্টার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

একশন এইড নির্মিত ২টি কমিউনিটি সেন্টার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উদ্বোধন

 

২০ ফেব্রুয়ারী, ২০২০; কক্সবাজার =

একশনএইড নির্মিত ২টি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) ক্যাম্প-১১ তে অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এর উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। এসময় তিনি, জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একশনএইডের নানা তৎপরতার কথা তুলে ধরেন। বলেন, কক্সবাজারের বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতেও কাজ করছে সংস্থাটি।

এসময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতের কাজে নিয়োজিত সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। এরআগে ক্যাম্প-১১ তে একশনএইডের কয়েকটি সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন মিজানুর রহমান। আলোচনা সভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এর প্রতিনিধি ও একশনএইডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ