ঝিনাইদহে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

ঝিনাইদহে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের চাকলাপাড়ার স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুল করিম মিন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, চাদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী (হিজল), সিও সংস্থার নির্বাহী পরিচালক শামছুল আলম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাফর ইকবাল, জেলা চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি নাসিম উদ্দিন। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অত্র বিদ্যালয়ের বেশ কয়েকজন মেধাবি শিক্ষার্থীর লেখাপড়ার সার্বিক দায়িত্ব নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ