হরিণাকুণ্ডুতে মিড ডে মিল কর্মসূচী চালু

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

হরিণাকুণ্ডুতে মিড ডে মিল কর্মসূচী চালু

সাইফুজ্জামান তাজু, হরিণাকুণ্ডু-

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইউএনও’র নিজ অর্থায়নে মিড ডে মিল কর্মসূচী পালিত হয়েছে। বুধবার উপজেলার চিথলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে সরকারের মিড ডে মিল কর্মসূচীর অংশ হিসেবে হরিণাকু-ু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার নিজ অর্থায়নে ওই বিদ্যালয়ের ১৬৪ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ. মাহবুব মিলু, সহ-সভাপতি জাফিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শুভঙ্কর বিশ্বাস, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছন্টু বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন, সহকারি শিক্ষা অফিসার মাহমুদ হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের এ কর্মসূচি সফল করার লক্ষে সমাজের বিত্তবান মানুষদেরকে নিজেদের পারিবারিক অনুষ্ঠানের পরিবর্তে কোমলমতি শিক্ষার্থীদের মিড ডে মিল কর্মসূচীতে শরীক হওয়ার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ