শৈলকুপা হাসপাতালে এন্টিভেনম রাখার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

শৈলকুপা হাসপাতালে এন্টিভেনম রাখার দাবীতে মানববন্ধন

শৈলকুপা প্রতিনিধি-
“বিষধর সাঁপের ছোবলে, পড়তে চাইনা আর মৃত্যুর কোবলে” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঁপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে হাসপাতালগুলোতে এন্টিভেনম ঔষুধ রাখার দাবীতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। মানববন্ধনে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, যুগ্ম সম্পাদক সাধন বিশ্বাস, গোলাম সরোয়ার, সদস্য মিজানুর রহমান, স্বপন বিশ্বাস ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক স্বপন বাগচিসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গত এক মাসে এ উপজেলায় বিষধর সাঁপের ছোবলে অন্তত ৭ জন রোগী মারা গেছেন। হাসপাতালে এন্টিভেনম না থাকায় বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হয়। অবিলম্বে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম ঔষুধ রাখার দাবী জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ