পাঁচ মিনিটেই জাতীয় পরিচয়পত্র পেতে চাইলে

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

পাঁচ মিনিটেই জাতীয় পরিচয়পত্র পেতে চাইলে

সিম নিবন্ধনসহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজন NID নম্বর। এদিকে আপনি ভোটার হয়েছেন কিন্তু এখনও NID নম্বর পান নি? বিচলিত হওয়ার কিছু নেই। খুব সহজেই পেয়ে যাবেন আপনার NID নম্বর।

আপনার কাছে যদি আপনার আপনার ভোটার নিবন্ধনের সময় প্রাপ্ত স্লিপ নাম্বার থাকে তাহলে আপনার NID নম্বর পেতে আর কষ্ট করতে হবে না। আপনার নিজের NID কার্ড এর পিডিএফ ডাউনলোড দিতে পারবেন আর ব্যবহার করতে পারবেন সবধরণের কাজে।

নিচে এন.আই.ডি অথবা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ভোটার তথ্য ও ভোট কেন্দ্রের তথ্য দেখুন :

nid

আপনি পেয়ে  গেলেন আপনার NID নাম্বার এখন পুরো আইডি কার্ড ডাউনলোড দিতে হলে অল্প কষ্ট করতে হবে। নিচের লিঙ্ক থেকে

রেজিস্ট্রার

আপনি যদি জাতীয় পরিচয় নিবন্ধন করে থাকেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইন সেবাসমূহ পেতে নিচে রেজিষ্ট্রেশন করুন। যদি এখনও নিবন্ধন না করে থাকেন তবে এখানে ক্লিক করে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করুন।

nid

রেজিস্ট্রেশন শেষ করে লগইন করলে নিচের মতো অপশন আসবে এখান থেকে `পরিচয় বিবরণী` ক্লিক করে ডাউনলোড করা যাবে ।

nid

এ সংক্রান্ত আরও সংবাদ